LAN এ বড় ফাইল ট্রান্সফারের ছোট সমাধান

আমরা যারা অফিসের LAN এ সংযুক্ত আর মাঝে-মধ্যে আমাদের বড় সাইজের ফাইল ট্রান্সফার করা লাগে কলিগদের সাথে, তখন দেখা যায়ঃ

  • আমরা ছোট ফাইলের মত করে Skype এ ড্রপ করে দেই, ফলে দেখা যায় আরেকজনের ফাইলটা পেতে সারা দিন চলে যায়।
  • অথবা, অফিসের পেন-ড্রাইভ খোজার হিড়িক পড়ে যায় কিন্তু পেন-ড্রাইভ আর পাওয়া যায় না।
  • অথবা, অনেকে বুদ্ধি করে DropBox এ ড্রপ করেন, কিন্তু দেখা যায় ফাইলটা Download হতে অনেক টাইম লেগে যায় বা অপর পক্ষের DropBox এ account নাই।
  • অথবা, অনেকে Network Share করেন, কিন্তু দেখা যায় ভিন্ন OS user দের Network এ পাওয়া যায় না, তখন Network Config করার বিড়ম্বনা পোহাতে হয়।

অথচ,

এই ছোট্ট একটা কাজের (বড় একটা ফাইল বা ফোল্ডার LAN এ ট্রান্সফার করা) জন্য এত কিছু চিন্তা করার কি দরকার আছে!!

আমরা যদি ছোট্ট কোন সমাধান পাই, তাহলে আর এত Tension থাকে না। তাহলে সমাধানটা কি?

সমাধানঃ ছোট্ট একটা Software যদি আমরা সবাই ব্যবহার করি, যার মাধ্যমে এই Software ব্যবহারকারীদের সাথে LAN এ এক ক্লিকে বড় File বা Folder শেয়ার করতে পারি আর Software টা সব OS এই চলে! হ্যাঁ, এমন একটা Software হলঃ

NitroShare

এই Software টাঃ

  • Windows/Mac/Linux সবধরনের OS এ Install করা যায়,
  • সাইজে ছোট,
  • আপনার PC র নাম অর্থাৎ Network এ আপনার পরিচয় পরিবর্তন করতে পারবেন,
  • Network এ অন্যদেরও (LAN এ যাদের Software টা Install আছে) লিস্ট দেখাবে,
  • বড় বা ছোট ফাইল বা ফোল্ডার এ Right Click করে শেয়ার করতে পারবেন। ইত্যাদি

আমরা সবাই Software টা ট্রাই করে দেখতে পারি।

ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *